হাতে মাত্র ৩ মাস। রানাঘাট ছোট কন্যা অস্মিকাকে সুস্থ করতে দরকার একটি মাত্র ইনজেকশন। যার দাম প্রায় ১৬ কোটি টাকা। বিরল রোগে আক্রান্ত অস্মিকা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম ‘স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি’।
স্টেশনের কাছে স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাস কন্যা অস্মিকা। অস্মিকার জন্মের চার মাস তার বাবা-মা জানতে পারেন মেয়ে য়ে বিরল রোগে আক্রান্ত। মেয়েকে বাঁচাতে এত টাকা জোগাড় এক মধ্যবিত্ত পরিবারের জন্য অসম্ভব।
এগিয়ে এসেছেন প্রচুর মানুষ। রুপম ইসলাম, কৈলাস খের মতো তারকারা। পাশাপাশি এগিয়ে এসেছে টলিউডের ছোটপর্দা থেকে বড়পর্দার তারকারা। বেশ জনপ্রিয় কিছু ইউটিউবাররা অস্মিকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
তবে জোগাড় হয়নি এখনো ১৬ কোটি টাকা। এদিকে সময় দ্রুত ফুরোচ্ছে। আর মাত্র তিন মাস সময়। অস্মিকার ফান্ড ইমপ্যাক্ট গুরুর তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ৭ কোটি ৯৬ লক্ষ ৯০ হাজারের মতো জমা পরেছে ফান্ডে। তাই সোশ্যাল মিডিয়ায় এক নিরুপায় বাবার মেয়েকে বাঁচাতে কাতর আর্জি।
সম্প্রতি ছোট অস্মিকাকে নিয়ে লাইভে এসে অস্মিকার বাবা শুভঙ্কর দাস সকলকে সাহায্যের জন্য অনুরোধ জানান। ক্যাপশনে লেখেন, ‘হাতে মাত্র আর ৩ মাস! দয়া করে সবাই এগিয়ে আসুন, আপনার সাহায্যেই আস্মিকার জীবন বাঁচতে পারে।’