বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। যাকে নিয়মিত ‘সোহাগ জল’ ধারাবাহিকে বেণী বৌদির চরিত্রে আপনারা দেখতে পারছেন। তাছাড়াও একাধিক জনপ্রিয় ধারাবাহিকের মুখ তিনি।
বাংলায় ‘চোখের তারা তুই,’ ‘কে আপন কে পর’, ‘উমা’, ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বাংলা ছাড়াও কাজ করেছেন হিন্দি সিরিয়ালে। এছাড়াও বাংলা ওয়েব সিরিজে দেখা যায় তাকে।
সদ্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুদীপ্তা। আপাতত ধারাবাহিক থেকে বিরতি কিছুদিনের। সম্প্রতি দিদি নং ১-এর মঞ্চে খেলতে এসেছিলেন অভিনেত্রী। আর সেখানের পুরনো দিনের কিছু স্মৃতি শেয়ার করেন।
সুদীপ্তা জানায়, একটা সময় চমর অভাবে কাটিয়েছেন। তার বাবার চাকরি ছিল না। অভিনেত্রীর দাদা কাজ খুঁজছিলেন। এমনকি মাত্র ২,২২০ টাকার জন্য ইলেকট্রিল বিল দিতে পারেননি বলে কেবল লাইন কেটে দেওয়া হয়। আর সেই কারণে তিনি তার প্রথম কাজ ‘খেলা’ সিরিয়ালে বিন্দু চরিত্রে নিজের অভিনয় টিভিতে দেখতে পারেননি। তাই আজ যতটুকু পাচ্ছেন বাবা-মায়ের আশীর্বাদে। তাই জীবনের সবটুকু বাবা-মাকে দিতে চান অভিনেত্রী।