বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। যাকে নিয়মিত ‘রাঙ্গামতি তীরন্দাজ’ ধারাবাহিকে দেখতে পারছেন। তাছাড়াও একাধিক জনপ্রিয় ধারাবাহিকের মুখ তিনি।
বাংলায় ‘চোখের তারা তুই,’ ‘কে আপন কে পর’, ‘উমা’, ‘গ্রামের রানী বীণাপাণি’, ‘সোহাগ জল’ ধারাবাহিকের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বাংলা ছাড়াও কাজ করেছেন হিন্দি সিরিয়ালে। এছাড়াও বাংলা ওয়েব সিরিজে দেখা যায় তাকে।
বলাই বাহুল্য, ইন্ডাস্ট্রিতে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছেন সুদীপ্তা। তবে এই সাফল্য খুব তাড়াতাড়ি আসেনি। অনেক কষ্ট পরিশ্রম সহ্য করতে হয়েছে।
একসময় দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে সুদীপ্তা জানিয়েছিলেন, একটা সময় চরম অভাবে কাটিয়েছেন। তার বাবার চাকরি ছিল না। অভিনেত্রীর দাদা কাজ খুঁজছিলেন। এমনকি মাত্র ২,২২০ টাকার জন্য ইলেকট্রিল বিল দিতে পারেননি বলে কেবল লাইন কেটে দেওয়া হয়। আর সেই কারণে তিনি তার প্রথম কাজ ‘খেলা’ সিরিয়ালে বিন্দু চরিত্রে নিজের অভিনয় টিভিতে দেখতে পারেননি। তাই আজ যতটুকু পাচ্ছেন বাবা-মায়ের আশীর্বাদে। তাই জীবনের সবটুকু বাবা-মাকে দিতে চান অভিনেত্রী।