বাইরে থেকে অভিনেতা-অভিনেত্রীদের জীবন সাজানো গোছানো মনে হলেও ব্যক্তিগত জীবন অনেকেরই দুঃখে ভরা। এমনই একজন অভিনেতা হলেন মৈনাক ঢোল। অভিনেতার সফলতার পিছনে তার কঠিন জীবনযাত্রা হয়ত অনেকেরই অজানা।
অনেক ছোটবেলায়, ক্লাস সেভেনে পড়াকালীন বাবাকে হারান মৈনাক। বাবা চলে যাওয়ার পর থেকেই মাকে নিয়ে শুরু হয় মৈনাকের অক্লান্ত লড়াই। পড়াশুনায় বরাবর ভালোই ছিলেন অভিনেতা। পাশাপাশি নাচ হল অভিনেতার ভালোবাসার বিষয়।
এই নাচের জন্য হাসপাতালের চাকরিও ছেড়ে দিয়েছিলেন অভিনেতা। ডান্স বাংলা ডান্সেও নাচ করেছেন তিনি। নাচের শো করতে করতেই অভিনয় জগতে পা রাখেন মৈনাক। পর্দায় তাকে পার্শ্ব চরিত্রের অভিনয় করতে দেখা গেলেও তার চরিত্রের বাস্তবতা দর্শকের মন ছুঁয়েছে।
জীবনে কিছু নিয়ে আফসোস আছে অভিনেতার? মৈনাক জানান, “বাবা আমার এই সাফল্যটা দেখে যেতে পারেননি। আজকে আমি কি করছি, মানুষ আমাকে কতটা ভালবাসছে সেই সবকিছু যদি বাবাকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তবে আমি বিশ্বাস করি বাবা যেখানেই আছেন সেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং আশীর্বাদ করছেন।”

