বাবা- মেয়ে এবার একফ্রেমে! শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সকলের চেনা মুখ। রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবির মাধ্যমেই নায়িকা হিয়াকে পেতে চলেছেন দর্শক। এরআগে বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে হিয়াকে। এবার বড় পর্দায় নতুন শুরুর পালা। ‘মন মানে না’ ছবির হাত ধরেই টলিপাড়ায় পা রাখতে চলেছেন হিয়া।
চলতি বছরের নভেম্বরে মুক্তি পাবে সেই ছবি। রয়েছে আরও চমক, এই ছবিতেই অতিথি শিল্পী হিসেবে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিতে পাহাড়ের কোলজুড়ে থাকা একটি কনভেন্ট স্কুলের ডিন-এর ভূমিকায় দেখা যাবে শাশ্বত কে। এমনকি ছবিতে একটি দৃশ্যে হিয়ার সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন শাশ্বত।
ছবিতে মুখ্য তিন চরিত্রে দেখা যাবে ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায় এবং হিয়া চট্টোপাধ্যায়-কে। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু, প্রীতি সরকার প্রমুখ। গত মে-জুন মাস জুড়ে কলকাতা এবং দার্জিলিংয়ের জুড়ে চলেছে ‘মন মানে না’র শুটিং। কলকাতায় সদ্যই শেষ হয়েছে ছবির শেষ পর্বের শুটিং।