‘আমার মেয়েকে তো বেঁধে রাখতে হয়’, শ্বেতার কোন সিক্রেট ফাঁস করলেন বাবা অমিতাভ বচ্চন

 অমিতাভ বচ্চন

টিভির পর্দায় হিন্দি রিয়্যালিটি শো গুলির মধ্যে অন্যতম হল কৌন বনেগা ক্রোড়পতি। ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের সঞ্চালনায় এই শোয়ের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। কেবিসি’র মঞ্চে প্রতিযোগীদের জীবনের নানা গল্প শোনার পাশাপাশি নিজের পরিবার সম্পর্কেও নানা মজার ঘটনা সকলের সাথে শেয়ার করেন অমিতাভ।

সম্প্রতি কেবিসি’র মঞ্চে তার একমাত্র কন্যা শ্বেতা বচ্চন সম্পর্কেও সিক্রেটও ফাঁস করেন বিগ বি। কথার প্রসঙ্গে অমিতাভ জানান, ইনজেকশনে মারাত্মক ভয় শ্বেতার। সূঁচ দেখলেই দৌড়ে পালিয়ে যায়। রীতিমত ধরে-বেঁধে রাখতে হয় তাকে।

শ্বেতার কথা বলতে গিয়ে অমিতাভ বলেন, ‘আমার মেয়েকে তো বেঁধে রাখতে হয়। ইনজেকশন দেওয়ার সময় যদি ওকে বেঁধে না রাখি তাহলেই পালিয়ে যাবে।’ বিগ বি;র মুখে এমন কথা শুনে দর্শক আসনে বসে থাকা সকলেই হেসে কুটোপুটি।