বাংলার এমন কিছু ধারাবাহিক রয়েছে যা দর্শক চাইলেও ভুলতে পারবেন না। তাদের মধ্যেই একটি হল ‘কেয়ার করি না’ ধারাবাহিক। ২০১২ সালে শুরু হওয়া এই ধারাবাহিক টিভির পর্দায় আলোড়ন ফেলেছিল। এই ধারাবাহিকের হাত ধরেই ইন্ডাস্ট্রি পেয়েছিলেন অভিনেতা ফারহান ইমরোজিকে।
মনে পড়ে সেই মিষ্টি ছেলে কৃষ্ণেন্দু’কে? ‘কেয়ার করি না’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন ফারহান। তাঁর বিপরীতে জুটি বেঁধেছিল মধুমিতা সরকার। কৃষ্ণেন্দু আর জুহির প্রেম কাহিনীতে মজে ছিলেন গোটা দর্শক। এই নবাগতা ছেলেটির অভিনয় দেখে দর্শক বলেই দিয়েছিল ‘ফারহান অনেক দূর যাবে”।
এরপর একের পর এক ‘কানামাছি’ , ‘কিরণমালা’, ‘তবু মনে রেখো’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের প্রচুর প্রশংসা পেয়েছিলেন এই অভিনেতা। এরপর তাঁর জীবনের মোড় ঘুরে যায়। বড়পর্দা থেকে আসে সুযোগ। ‘সোয়েটার’ ও ‘কে তুমি নন্দিনী’তে তাঁর কাজ প্রশংসিত হয়। কিন্তু এরপর কোথায় যেন হারিয়ে যান তিনি। অভিনেত্রী প্রত্যুষা পালের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর থেকে ইন্ডাস্ট্রি থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন ফারহান। তাঁর অনুরাগীরা তাঁকে ভীষণ মিস করত।
বহুদিন বাদে পর্দায় ফিরে এলেও তা পার্শ্বচরিত্রে। ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। তবে তাঁর অনুরাগীরা তাঁকে বরাবর চেয়েছিল নায়ক হিসাবে। সে যাইহোক না কেন, মুখ্য থেকে পার্শ্ব, সবেতেই কিন্তু ফারহান একজন দুর্দান্ত অভিনেতা।