লাইভ কনসার্টের মাঝেই বাবার ভিডিয়ো কল! অরিজিৎ যা করলেন, দেখেই মুগ্ধ ভক্তরা

অরিজিৎ সিং

অরিজিৎ সিং, বাংলার বুকে হাজারো মানুষের মন জয় করেছে তার গান, শুধুই গান দিয়ে নয়, তার সরলতা, সাধারণ জীবনযাপনও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এবার আরও একবার শিরোনাম্রের কেন্দ্রবিন্দুতে গায়ক অরিজিৎ সিং।

লাইভ কনসার্টের মাঝেই ভক্তদের নজর কাড়লেন ভগায়ক। ঠিক কি এমন ঘটেছিল? গত রবিবার চণ্ডীগড়ে অরিজিতের একটি কনসার্ট ছিল, সেখানে লক্ষ লক্ষ দর্শকের সামনে পারফর্ম করার সময়, আর তখনই তাকে ভিডিও কল করেন তার বাবা। গান গাওয়ার মাঝেই বাবার করা সেই ভিডিয়ো কল রিসিভ করেন তিনি।

এমনকি ফোন দেখিয়ে উপস্থিত শ্রোতা-দর্শকের সঙ্গে দেখাও করান অরিজিৎ। এই সময় মিসিং লেডিজ ছবির ‘ও সজনী রে’ গানে পারফর্ম করছিলেন অরিজিৎ সিং। বাবার ফোন আসায় বেশ কিছুক্ষণ মোবাইল স্ক্রিনে বাবার দিকে তাকিয়ে ছিলেন, তার পর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেন গায়ক। এরপর ফোন রাখার পরেই অরিজিৎকে বলতে শোনা যায়, ‘আমার বাবা’। তারপরেই শুরু হয় জমজমাট পারফর্ম্যান্স।

গান গাওয়ার পাশাপাশি শ্রোতাদের উদ্দেশ্যে আর এক বার্তা দিয়ে গেলেন গায়ক, যে যতই ব্যস্ততা থাকুক না কেন বাবা-মায়ের ফোন উপেক্ষা করা উচিৎ নয়। সন্তান হিসেবে অরিজিৎ এর বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আবারও মুগ্ধ হলেন তার অনুরাগীরা।