‘আমি বাঙালি, যে ভাষা জানিনা সেই…’ স্টেজ শো করতে গিয়ে দর্শকের চরম কটাক্ষের মুখে উড়ান ধারাবাহিক খ্যাত অভিনেত্রী রত্নপ্রিয়া দাস

রত্নপ্রিয়া দাস

খুব বেশিদিন হয়নি পর্দা থেকে বিদায় নিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান। ধারাবাহিক শেষ হলেও দর্শকের মনে ছাপ ফেলে গেছে মহারাজ -পূজারিণী জুটি ওরফে প্রতীক সেন ও রত্নপ্রিয়া দাস। প্রতীক সেন বরাবরই ছোটপর্দার জনপ্রিয় মুখ। অন্যদিকে রত্নপ্রিয়াও প্রথম ধারাবাহিকেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন।

কিন্তু আচমকাই দর্শকের কটাক্ষের মুখে পড়তে হল রত্নপ্রিয়াকে। ঠিক কি এমন ঘটল অভিনেত্রীর সাথে? সম্প্রতি একটি স্টেজ শো করতে গিয়েছিলেন রত্নপ্রিয়া। সেখানে তাকে কিছু দর্শক ভোজপুরি গান গাইতে অনুরোধ করে। রত্নপ্রিয়া দর্শকের উদ্দেশ্যে বলেন, ‘আমি ভোজপুরি ভাষা জানি না তো গান গাইব কি করে।’

এরই মাঝে সঞ্চালক বলে ওঠেন ওরা আসলে বুঝতে পারেনি আপনি বাঙালি তাই আরেকবার নিজের পরিচিতি জানান রত্নপ্রিয়া। অনুষ্ঠানের এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দর্শকের রোষের মুখে পড়েন অভিনেত্রী।

নেটিজেনদের মধ্যে কেউ বলেছেন, নিজেকে বাঙালি অভিনেত্রী বলছেন তারপর আবার অন্য ভাষাকে নাক সিঁটকে ছোট করছেন। কেউ আবার অভিনেত্রীর পক্ষ নিয়ে বলেছেন, যেখানে শো করতে যাচ্ছেন সেখানকার মানুষরা কেমন তা জানুন, শুধুমাত্র টাকার জন্য নিজেকে হাসির খোরাক বানাবেন না।