আরাধ্যাকে নিয়ে ভুয়ো খবর! হাইকোর্টের দ্বারস্থ বচ্চন পরিবার

আরাধ্যা বচ্চন

বলি থেকে শুরু করে টলি সর্বত্রই অভিনেতা অভিনেত্রীরা যেমন খবরের শিরোনামে থাকেন তেমন তাদের ছেলে মেয়েরাও আলোচনার কেন্দ্রে থাকেন মাঝেমধ্যেই। তবে কিছু ক্ষেত্রে তাদের নিয়ে যেসমস্ত তথ্য সামনে আসে তার কিছুটা সত্য হলেও কিছুটা হয় ভুয়ো। তেমনই এক ঘটনার সন্মুখীন ঐশ্বর্য-অভিষেক কন্যা আরাধ্যা বচ্চন।

তবে কি এমন ঘটল? । সূত্রের খবর, আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য সম্পর্কিত একটি ভুল খবর আচমকাই রটিয়ে যায়। যার কারণে এবার আদালতের দ্বারস্থ হল বচ্চন পরিবার। ২০২৩ সালে দিল্লি হাইকোর্ট আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভ্রান্তিকর তথ্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু তা পুরোপুরি সরানো হয়নি।

প্রসঙ্গত, হাইকোর্টের কাছে আবেদনের পর আদালত গুগলকে নোটিস পাঠায়। এমনকি কিছু ইউটিউব চ্যানেলেও আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কে কিছু ভুল তথ্য দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যেখানে বলা হয়েছিল যে আরাধ্যা খুব অসুস্থ। যদিও এই খবর একবারেই সত্য নয়। সম্পূর্ণটাই ভুয়ো। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই সমস্ত ভিডিয়ো গুলো দ্রুত সরিয়ে ফেলা হোক। হানা যাচ্ছে এই মামলার পরবর্তী শুনানি ১৭ মার্চ।