অভিনেত্রী ইপ্সিতা মুখার্জী ও অভিনেতা ফাহিম মির্জা, দু’জনেই ছোটপর্দার জনপ্রিয় মুখ। এই মুহূর্তে দুজনেই একসঙ্গে কাজ করছেন জি-বাংলার ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। গল্পে ইপ্সিতা ধ্রুবর সহকর্মী। ধ্রুবর মতো তিনিও আইনজীবী। অন্যদিকে গল্পে একজন সৎ রাজনীতিবিদের চরিত্রে দেখা যাচ্ছে ফাহিমকে।
আজ থেকে প্রায় ১২ বছর আগে কেয়া পাতার নৌকা ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন ইপ্সিতা-ফাহিম। ১২ বছর পর ফের মিত্তির বাড়িতে আবারও একসঙ্গে কাজ করছেন ইপ্সিতা-ফাহিম।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইপ্সিতার সঙ্গে কিছু মজার মুহূর্তের ছবি পোস্ট করেন ফাহিম। পোস্টে ফাহিম লেখেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার প্রথম বন্ধু এবং কেয়া পাতার নৌকায় কিরণের চরিত্রে অভিনয় দেখে যার কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছিলাম… অবশেষে ১২ বছর পর মিত্তির বাড়িতে একসাথে কাজ করার সুযোগ পেলাম।’