বিজয়ী ট্রফি হাতছাড়া! ‘ফেসবুক ভিউয়ার্স চয়েসে সেরা আমি, মানুষের ভালোবাসা এত আশীর্বাদ আমার কাছে বড় প্রাপ্তি’, বললেন অ্যালবার্ট কাবো

অ্যালবার্ট কাবো

বর্তমানে শোরগোল জি-বাংলার সারেগামাপা নিয়ে। বিচারকদের বিচারে বিজেতা হয়েছে দুই প্রতিযোগী পদ্মপলাশ এবং অস্মিতা করকে। যদিও এই বিচারকে একেবারেই সমর্থন করেননি দর্শকেরা। কারণ তাদের মতে, সারেগামাপার বিজেতার যোগ্য ছিল অ্যালবার্ট কাবো-র। টাকার জন্যই  পদ্মপলাশ এবং অস্মিতাকে জেতানো হয়েছে, এমনটাই মত দর্শকের।

তবে পদ্মপলাশ জিতলেও দর্শকের চোখে সেরা অ্যালবার্ট। কি বলছেন তিনি? বিতর্ক নিয়ে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন কাবো।

হিন্দুস্তান টাইমসের বাংলা প্রতিবেদনে অ্যালবার্ট জানিয়েছেন, “সত্যিই বলতে আমি দর্শকদের ভালোবাসায় আপ্লুত।  এত মানুষের ভালোবাসা, এত আশীর্বাদ পাশাপাশি ফেসবুক ভিউয়ার্স চয়েসে সেরা পুরস্কার আমার কাছে বড় প্রাপ্তি। আমি সত্যিই কৃতজ্ঞ”।

পদ্ম পলাশ জয়ী হওয়ার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। এই প্রসঙ্গে কাবো বলেন, “দেখুন আমার মধ্যে কোনও আফসোস নেই। জি-বাংলা আমাকে যে প্লাটফর্মটা দিয়েছে এতেই আমি খুশি। আমাকে কিন্তু মানুষ আগে চিনত না। এখন সবাই চিনছে জানছে সেটা সারেগামাপার দৌলতে। আমার কাছে বিচারকদের সিদ্ধান্ত শিরোধার্য। ওখানে যারা বিচারক ছিলেন সকলেই লেজেন্ড গুণী মানুষ আমি ওনাদের সিদ্ধান্তের সঙ্গে সহমত। আমি সন্তুষ্ট। রানার্স আপ হওয়াটাও বড় ব্যাপার আমার কাছে”।

ট্রফি না জিতলেও অ্যালবার্ট এখন চূড়ান্ত ব্যস্ত। বেশ কিছু ছবি গান, শোয়ের জন্য অফার এসেছে তাঁর কাছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here