সান বাংলা জনপ্রিয় ধারবাহিক ‘পুতুল টিটিপি’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘খেয়ালী মন্ডল’ এবং অভিনেতা সৈয়দ আরোফিন। ধারাবাহিকে এক নারীর কাহিনী তুলে ধরা হচ্ছে।
তবে এই ধারাবাহিকের মুখ বদল হতে চলেছে। ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পুতুলের দিদি মিতুল। এই চরিত্রে এতদিন অভিনয় সুরভী স্যান্যাল।
তবে আচমকাই অভিনেত্রী সরে যাচ্ছেন এই ধারাবাহিক থেকে এবার তার বদলে আসতে চলেছে অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। রোশনি টেলি পাড়ার জনপ্রিয় মুখ। ফেলনা, একাদোক্কা, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করেছেন।