চরম অপমানিত! ‘আমি কালো তাই নায়িকা হতে পারিনি’, আক্ষেপ অভিনেত্রী মহুয়া হালদারের

মহুয়া হালদার

বিনোদন জগতে নায়িকা হতে গেলে দক্ষতার চাইতে গায়ের রং একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। প্রোডিউসার অনেক সময় প্রতিভা নয়, সৌন্দর্য আর গায়ের রং দিয়ে বিচার করেন। অনেক সময় গায়ের রং কালো হওয়ার জন্য হিরোইন হওয়ার স্বপ্ন অধরা থেকে যায়।

বাংলা বিনোদন জগতের তেমনি একজন অভিনেত্রী হলেন মহুয়া হালদার। বিভিন্ন সময়ে তিনি একাধিক চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছেন। অল্প বয়সে মায়ের চরিত্রেও অভিনয় করেছেন কিন্তু বাংলা সিরিয়ালের নায়িকা হয়ে উঠতে পারেননি কখনোই। আক্ষেপ রয়ে গেছে অভিনেত্রীর জীবনে।

প্রতিভা থাকা সত্ত্বেও এত বছরে কেন একবারও লিড রোল পাননি অভিনেত্রী? এক সাক্ষাৎকারে মহুয়া জানিয়েছেন, “বিনোদন জগতে আসার পর তাকে সিনিয়র আর প্রোডিউসারদের মুখে শুনতে হয়েছে কালো মেয়েরা কখনো হিরোইন হতে পারে না।” এই অপমানের পরেও নিজের আত্মবিশ্বাস হারাতে দেননি তিনি। কাজের মাধ্যমেই নিজের সেরা দিয়েছেন দর্শকের কাছে আর পেয়েছেন অগাধ ভালোবাসা।

সূত্রঃ https://tollygossip . com/entertainment-news/tollywood/mahua-heard-harsh-words-about-her-skin-colour-59425?