গায়িকা ইমন চক্রবর্তী। যার হাত ধরে বাংলা পেয়েছিল বিরাট সম্মান। ‘তুমি যাকে ভালোবাসো’ গান গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এরপরও অসংখ্য সুপার হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। তার গান ভালোবাসে অগণিত দর্শক। তবে জাতীয় পুরস্কার জয়ী এই শিল্পীকেই চমর অপমান করা হল। কিন্তু কেন? ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগড়ে দিলেন এই গায়িকা।
গায়িকা ইমন চক্রবর্তী জানান, মঙ্গলবার সন্ধ্যায় শহরের এক নামজাদা পাঁচতারা হোটেলে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তাকে ডাকা হয়। তাকে পুরস্কৃত করা হবে এমনটা নিজের ম্যানেজারের মাধ্যমে জানতে পেরেছিলেন ইমন। অনুষ্ঠানের নাম ‘প্রাইড অফ নেশন’।
শান্তিনিকেতনে প্রোগ্রাম থাকায় ব্যস্ত ছিলেন গায়িকা। সময় বার করে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠানে হাজির হয় ইমন। লাইভে এসে তিনি বলেন, “আমি নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগে ৫.১৫ নাগাদ সেখানে উপস্থিত হই। কিন্তু সেখানে গিয়ে হতবাক, গিয়ে দেখি কোনওরকম ব্যবস্থাই করা হয়নি। এরপর আমাকে একটি রুমের চাবি হাতে ধরিয়ে অপেক্ষা করতে বলা হয়, অসুবিধার কথা জানালে আয়োজকদের একজন জানান ৬টার মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। কিন্তু ৬.৩০ অবধি অপেক্ষা করবার পরেও কোনও ডাক আসেনি। তাই সেখান থেকে চলে আসি। কিন্তু আয়োজকদের সামনে দিয়ে আসার সময় কেউ এগিয়ে এসে তাঁর সঙ্গে কোনওরকম কথা বলেনি। সবাই চা-কফি খেতে, সেলফি তুলতে ব্যস্ত। চরম অপমানিত বোধ করি”।
ইমনের প্রশ্ন, ‘তাহলে আপনারা কি জন্য ওখানে শিল্পীদের ডাকেন যদি যোগ্য সম্মান না দিতে পারেন?’ গায়িকা স্পষ্ট জানান, প্রত্যেক মানুষের সময়ের দাম আছে এবং শিল্পীরাও আলাদা নয়। তাঁদের সম্মান করা উচিত”। ইমন আরও জানান, “এই ঘটনার পর থেকে শিক্ষা পেলাম। এবার থেকে এইরকম অ্যাওয়ার্ড শো-তে যাওয়ার আগে সবদিক নিজে খতিয়ে দেখব”। তার এই লাইভের কমেন্ট বক্সে ইমনের স্বামী লেখেন, ‘একদম ঠিক করেছো’। এই ঘটনায় ইমনকে সমর্থন জানিয়েছেন তাঁর ফলোয়ার্সরা।
সূত্রঃ hindustantimes . com/entertainment/iman-chakraborty-claims-she-was-invited-at-an-award-show-and-organizers-disrespected-her-check-out-her-viral-facebook-live-31640159155140.html