‘নোংরা মুখের ভাষা, মুখে গালাগালি’ এদের সাথে থাকতে গেলে মুখে তেঁতো হাসি রেখেই সন্মানটা বজায় রেখে চলতে হবে! নতুন প্রজন্মের ছেলেমেয়েদের নিয়ে বিস্ফোরক তনিমা সেন

অভিনেত্রী তনিমা সেন

টলিপাড়ায় হাসির আর এক নাম অভিনেত্রী তনিমা সেন। ইন্ডাস্ট্রিতে পুরুষ কমেডিয়ান অভিনেতা অনেকে আছেন সেই তুলনায় কিন্তু মহিলা কমেডিয়ান বিরল। এ যুগের অন্যতমা হাসির সম্রাজ্ঞী প্রবীণ এই অভিনেত্রী। যিনি তার অভিনয়ের জাদুতে মন ভরিয়েছেন বাংলার দর্শকদের। উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা থেকে শুরু করে মেগা ধারাবাহিক।

তবে শুধু বড় পর্দাতেই নয়, ছোটপর্দাতেও চুটিয়ে কাজ করে গেছেন তিনি। জন্মভূমি, দেবী চৌধুরানী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সাঁঝের বাতির মতো জনপ্রিয় ধারাবাহিকে নিজস্ব অভিনয়ের ছাপ ফেলেছেন তিনি।

সম্প্রতি কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাম কৃষ্ণ’র সেটে অভিনেত্রীর সাক্ষাৎকার নিতে হাজির হয় সাংবাদিকরা। আর সেখানেই অভিনেত্রীর কথায় ফুটে ওঠে বর্তমান প্রজন্মের তারকাদের সম্পর্কে নানা তথ্য। অভিনেত্রীর মতে, সময় পাল্টেছে, সেইসাথে পাল্টেছে এখনকার ছেলেমেয়েদের ভাষা, বড়দের প্রতি সন্মান করার ধরণও। সবকিছুতেই নতুনত্ব এসেছে। তাই এদের সাথে থাকতে গেলে মুখে তেঁতো হাসি রেখেই সন্মানটা বজায় রেখে চলতে হবে।

অভিনেত্রীর কথায়, এখনকার ছেলেমেয়েদের বাবা মা কাকা বলার মতই খারাপ কথা বলাটাও অভ্যেস হয়ে গেছে। বিশেষ করে অল্পবয়সী মেয়েরা। খুব নোংরা ভাষা, তাতে কে কি ভাবল তা নিয়ে চিন্তাই করে না তারা। গালাগাল দেওয়ারও একটা বিশেষ ক্ষেত্র আছে। তবে যেখানে সন্মান পাওয়া যায় না সেখান থেকে সরে আসাটাই ভালো বলে মনে করেন অভিনেত্রী।