বাংলা চলচ্চিত্র জগত থেকে শুরু করে টেলিভিশন দুনিয়ার অন্যতম পরিচিত মুখ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। দীর্ঘ কেরিয়ার জীবনে নানান চরিত্রে অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা।
বাংলা ইন্ডাস্ট্রিতে সফলতা পেলেও আজও নিজের সরলতা, ছাপোষা লাইফস্টাইল বজায় রেখেছেন অভিনেতা। অন্যদিকে শাশ্বতর কথায়, বর্তমান প্রজন্মের অভিনেতারা একটা কাজে সফলতা পেলেই নিজেদের স্টারডম ধরে রাখতে বিলাসিতা করাটাই শ্রেয় মনে করে। যা দীর্ঘস্থায়ী কেরিয়ার তৈরির পথে বিরাট বড় বাঁধা হয়ে দাড়ায়।
অন্যদিকে শাশ্বত নিজের পারিবারিক শিক্ষার তুলনা করে বলেন, তার বাবা- ঠাকুরদা কখনই নিজের কাজ নিয়ে বিলাসিতা বা বড়াই করেননি। বরং সঞ্চয়ের ওপর জোর দিয়েছেন।
এই প্রসঙ্গে শাশ্বত আরও জানান, ২০০৬ সালে নিজের প্রথম গাড়ি হিসেবে একটি অল্টো কিনেছিলেন অভিনেতা, ২০১৩ সাল পর্যন্ত সেই গাড়ি চালিয়েই যাতায়াত করেছেন শাশ্বত। এই নিয়ে তাকে নিয়ে অনেকে উপহাস করলেও তাতে কোন রকম পাত্তা দেননি অভিনেতা। কারণ শাশ্বত মনে করেন, গ্ল্যামার কিংবা লুক নয়, নিজের কাজ দিয়েই পরিচিতি গড়তে পারেন একজন প্রকৃত অভিনেতা।