প্রতিভার কদর নেই! ‘‘ট্যালেন্ট দরকার নেই, তেল অন্ত এখন আসল।’’, ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক জয়জিতের

 

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়-কে ছোট থেকে বড় কম বেশি সকলেই চেনেন। সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজের দর্শকের কাছে তিনি অত্যন্ত পরিচিত মুখ। বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছেন প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে। একাধিক কাজ মানুষকে উপহার দিয়ে গেছেন বিভিন্ন সময়ে। তবে সম্প্রতিই অভিনেতাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। নেপথ্য তার ফেসবুক পোস্ট।

কিছুদিন আগে তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন বাংলা ইন্ডাস্ট্রিকে ঘিরে। আর তার জেরেই তিনি উঠে এসেছন জোর চর্চায়। গত বুধবার জয়জিৎ তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন। যেখানে নাম উদ্দেশ্য না করেই তিনি লেখেন, ‘ট্যালেন্ট দরকার নেই, তেল অন্ত এখন আসল’। আর এই পোস্টের পরেই শুরু হয় বিতর্ক।

তার এই পোস্ট সম্পর্কে আনন্দবাজার অনলাইন কে জয়জিৎ জানান, ‘এটাই তো এখন বাংলার সংস্কৃতি। রাজনীতি থেকে শুরু করে ইন্ডাস্ট্রি সর্বত্র প্রতিভার কদর নেই।’

জয়জিৎ আরও বলেন, ইন্ডাস্ট্রিতে ‘তেলবাজি’ এবং ‘পিআর’ যাঁদের ভাল, তাঁরাই বেশি সুযোগ পেয়ে থাকেন। সেখানে প্রতিভা অনেক সময়েই গৌণ হয়ে যায়। শিল্পী মানেই তো আবেগ। তাঁরা একটু মুডি হতেই পারেন। শিল্পীরা তো যন্ত্র নন!’

এত বছরের অভিনয়ে জগতে তিনি নিজেও কি এমন কোন ঘটনার মুখোমুখি হয়েছেন? জয়জিৎ এর বক্তব্য, ‘নিজের সঙ্গে না ঘটলে কি লেখা যায় না! চোখের সামনে দেখছি। খবর পাচ্ছি। তাই লিখেছি।’

জয়জিৎ এর কথায়, ‘ভাল কাজ করলেও দেখেছি, কাজ চেয়েই যেতে হয়।’ উল্টোদিকে সিনেমা হোক বা ওয়েব সিরিজ সবখানেই একই মুখ দেখা যাচ্ছে। তার কথায় তা একেবারেই স্পষ্ট। অভিনেতার কথায়, ‘ছবি, ওয়েব সিরিজ়েও তো একই মুখ! দুঃখের বিষয়, নতুন প্রতিভা তো উঠে আসছে না।’