‘আমার একদম ভালো লাগে না, একদম অখাদ্য নাচে’…মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক খুদে শিশু শিল্পী অনুমেঘার

মিঠুন চক্রবর্তী

বাংলা টেলিভিশনের জনপ্রিয় খুদে শিল্পী অনুমেঘা কাহালি। মিঠাই ধারাবাহিকের হাত ধরে দর্শকের কাছে জনপ্রিয়তা লাভ করেছিলেন এই খুদে। এরপর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও মিঠুন চক্রবর্তীর সাথে বড়পর্দায়ও কাজ করেছেন।

বর্তমানে জি-বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে এংকারিং ভূমিকায় ছোটপর্দায় ফিরছে ছোট অনুমেঘা। কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ানে খেলতে গিয়েছিল এই শিশুশিল্পী।

এদিন রচনা বন্দ্যোপাধ্যায় তাকে প্রশ্ন করেন মিঠুন চক্রবর্তীর নাচ তার কেমন লাগে। আর এই প্রশ্নের উত্তরে অনুমেঘা বলে, ‘আমার একদম ভালো লাগে না, একদম অখাদ্য নাচে। খুব বাজে।’ ছোট মেয়ের মুখে ডিস্কো ডান্সারকে নিয়ে এরকম কথা শুনে সকলে অবাক হয়ে গিয়েছিল। কিন্তু পরে বোঝা যায় অনুমেঘা পুরোটাই মজার করে বলেছে। আসলে মিঠুন চক্রবর্তী তার খুব প্রিয় মানুষ। আর মহাগুরুর সাথে বাচ্চাদের খুনসুটি লেগেই থাকে।