
চলতি বছরে টলিউডে ভেঙেছে একাধিক ঘর। তাদের মধ্যেই একজন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং পৃথা চক্রবর্তী। তাদের ডিভোর্স নিয়ে বেশ শোরগোল পরেছিল সোশ্যাল মিডিয়ায়। সুদীপের দ্বিতীয় বিয়ে না টেকায় কটাক্ষ ধেয়ে এসেছিল।
তবে সেসব অতীত। ডিভোর্স হলেও মুখ দেখাদেখি বন্ধ নেই তাদের। সুদীপ আর পৃথাকে মাঝেমধ্যে একসাথে দেখা যায় অর্থাৎ সম্পর্ক ভাঙলেও কোনও তিক্ততা নেই তাদের মধ্যে।
তবে এবার আচমকাই প্রাক্তন স্বামী সুদীপকে ‘দাদা’ বলে সম্বোধন করলেন পৃথা। যা দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা। গত মঙ্গলবার দুই ছেলে, প্রাক্তন স্বামীকে নিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে কাটানো কিছু ছবি শেয়ার করে পৃথা লেখেন, ছবি আর ভিডিও তুলেছেন ‘মুখার্জি দা’। পৃথা মুখার্জি দা বলতে তার প্রাক্তন স্বামী সুদীপকেই বলেছেন।
এই পোস্ট দেখে নেটিজেনরা মজা করে বলছেন স্বামী হয়ে গেল দাদা। আসলে পৃথাও নিছক এই পোস্টটি মজার ছলেই হয়তো করেছেন।
প্রসঙ্গত, পৃথা নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রথম তাদের বিচ্ছেদের খবর জানান। সুদীপ ফেস ভ্যালু’র জন্য প্রথমে বিষয়টিকে প্রাঙ্ক বলেই চালাতে চান, তবে ডিভোর্সের পেপারের ছবি লিক হওয়ার পর অভিনেতা স্বীকার করে নেন ডিভোর্সের কথা।