জি-বাংলার পর্দায় সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। ধারাবাহিকের প্রোমো দেখে অনেকেই বুঝতে পেরেছিলেন ধারাবাহিকের গল্পের সঙ্গে মিল রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছেনদী’র। তবে পর্দায় সম্প্রচারিত হওয়ার পর ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক দেখে হতবাক দর্শক।
শুধু দুই বোন এবং এক নায়কের গল্পের কনসেপ্ট নয়, হুবহু ‘ইচ্ছেনদী’ ধারাবাহিককে চুরি করেছে এই নতুন ধারাবাহিক। এই নিয়ে শুরু হয়েছে চরম খিল্লি। শেষমেশ স্টার জলসার ধারাবাহিক চুরি করছে জি-বাংলা। এমনি অভিযোগ জানাচ্ছে অধিকাংশ নেটিজেন।
‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে দেখা যাচ্ছে নায়িকা মেঘ যে তাঁর দিদিকে খুব ভালোবাসে এবং দিদির জন্য নিজের সব পছন্দের জিনিস ত্যাগ করতে পারে। অন্যদিকে বাড়িতে তাঁর বাবা একমাত্র তাঁকে বোঝে। এই একই চিত্র ফুটে উঠেছিল ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকে।
শুধু তাই নয় ‘ইচ্ছেনদী’তে মেঘলা গান গাইতেন রেওয়াজ করতেন। ঠিক তেমনি ‘ইচ্ছে পুতুল’-এ মেঘ খুব সুন্দর গান গায় এবং রোজ রেওয়াজ করেন। মেঘলার মতোই মুখ ফুটে কিছু বলতে পারে না, সংসারের সব কাজ একাই করে। যা দেখে বোঝাই যাচ্ছে জি-বাংলার নতুন ধারাবাহিক পুরোপুরি ‘ইচ্ছেনদী’র কপি।
‘ইচ্ছেনদী’ ধারাবাহিক শেষ হয়ে গেলেও আজও মেঘলা-অনুরাগ’কে তার ভক্তরা একইভাবে ভালোবাসে। ‘ইচ্ছে পুতুল’-এর একইরকম গল্প দেখে অনুরাগীরা বেজায় চটেছেন। এমনকি এই নতুন সিরিয়ালকে চোর অপবাদ দিয়েছে।