মাঝেমধ্যেই দিদি নাম্বার ওয়ানে খেলতে আসেন ছোটপর্দার তারকা। সম্প্রতি এই মঞ্চে খেলতে এসেছিলেন চাঁদনী সাহা, দিয়া চক্রবর্তী সহ আরও অনেকে। সেই ভিডিওর একটি ঝলক অফিশিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়েছে।
প্রোমো ভিডিওতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায় চাঁদনী সাহাকে জিজ্ঞেস করেন, ‘চাঁদনি রান্নাবান্না শিখছিস?’ উত্তরে অভিনেত্রী জানান, ‘চিকেন রেজালা দারুণ বানাই। মাটনও পারি।’ কিন্তু তার কিছু সময়ের মধ্যেই হাতে হাঁড়ি ভেঙে দেন রচনা।
এরপর দেখা যায় মশলা চেনার খেলায় ঘেঁটে ঘ করলেন চাঁদনী। গোলমরিচ দেখে চাঁদনী বলে ‘এটা গোটা জিরে’। আর তখনি হাসিতে ফেটে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায়। চাঁদনীর মশলা চেনার দৌড়ে দেখে রচনা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন, ‘কত কিছু বলল সব মিথ্যা।’ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায় হেসে ফেলেন চাঁদনীও।
View this post on Instagram