‘সবার তো কোল ভর্তি, আমার কেবল খালি’! সন্তানের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন অভিনেত্রী বুলবুলি পাঁজা

অভিনেত্রী বুলবুলি পাঁজা

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন বুলবুলি চৌবে পাঁজা। খেলার খবরের শো সঞ্চালনা থেকে একসময় একাধিক রান্নার শো, টেলিফিল্ম, সিরিয়ালের কাজ করতেন এই অভিনেত্রী। তবে সেভাবে পর্দায় তাকে দেখা যায়না। মাঝে ৯ বছর অভিনয় জীবন থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী।

বিয়ের পরেই কেন পর্দা থেকে সরে যান বুলবুলি। সোনা যায়, বিয়ের পর পরিবারের জন্য অভিনয় থেকে দূরে ছিলেন। কারণ তার কাছে সবসময় পরিবার প্রাধান্য পেয়ে এসেছে। তবে বুলবুলির জীবনে একটি খারাপ অতীত রয়েছে। সেটা হল সন্তানের মৃত্যু। এই সময় তিনি ভীষণভাবে ভেঙে পরেছিলেন।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘গর্ভস্থ্য অবস্থায় তার সন্তান মারা যায়, মিস ক্যারেজ হয় আমার। সেই সময় ভীষণ ভেঙে পরেছিলাম। শুধু মনে হত সবার কোল তো ভর্তি, শুধু আমারটাই খালি। সেই সময় পরিবার তাকে ভীষণভাবে আগলে আমায় আগলে রাখে। আমার শ্বশুরমশাই বলেছিলেন, ‘বৌমা গাছের যত্ন নিলে যেমন ভালো ফল পাওয়া যায় ঠিক তুমি নিজের যত্ন নাও দেখবে ঠিক একদিন মা হতে পারবে।”

এরপর থেকে অভিনেত্রী নিজের ব্যাপারে বেশি সচেতন হয়। আর বছরখানেক পর তার কোল জুড়ে এলো ফুটফুটে পুত্র সন্তান। এখন সেই তার নয়নের মণি। অভিনেত্রীর মতে তিনি নিজের লেখাপড়া নিয়ে সবসময় অবহেলা করেছেন তাই ছেলের পড়াশুনো নিয়ে খুব সিরিয়াল। সন্তানকে মানুষ করাই এখন তার কাছে প্রধান প্রায়োরিটি।

সূত্রঃ tv9bangla . com