টিআরপির লিস্টে জি-বাংলা এবং স্টার জলসার যেমন লড়াই চলে ঠিক তেমনি বরাবর টক্কর চলে অভিনেত্রীদের মধ্যে। কে সেরা খড়ি-মিঠাই না উর্মি? এই নিয়ে প্রায়ই ফ্যান পেজে প্রতিযোগিতা চলে। কিছুদিন আগেই জি-বাংলার সোনার সংসারে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সরকারি পুরস্কার জিতেছে মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এই নিয়ে অনুরাগীদের মধ্যে মতবিরোধ দেখা যায়।
সম্প্রতি মিঠাই-খড়িকে হারিয়ে আবারও সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সকলের প্রিয় উর্মি ওরফে অন্বেষা হাজরা। এর আগেও মিঠাইকে হারিয়ে সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছিলেন অন্বেষা। এবার টেলি আড্ডা অ্যাওয়ার্ডস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পুরস্কার জিতলেন ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের অভিনেত্রী।
কয়েকদিন ধরেই ফেসবুকে টেলি আড্ডা অ্যাওয়ার্ডসের ভোটিং অপশন চালু ছিল ছোটপর্দার কলাকুশলীদের জন্য। সেখানেই ভোট দিয়েও আরও একবার দর্শক জেতালেন অন্বেষাকে। এই পুরস্কার পেয়ে আপ্লুত অভিনেত্রী। নিজেই সেকথা ফেসবুকে শেয়ার করেছেন।