মনে পড়ে ‘ডান্স বাংলা ডান্স’-এর সেই ছোট পান্তা ভাতের কুণ্ডু’র কথা? যার আসল নাম ছিল দীপান্বিতা কুন্ডু। কিন্তু এমজি অর্থাৎ মিঠুন চক্রবর্তী ভালোবেসে তাঁর নাম দিয়েছলেন ‘পান্তা ভাতের কুণ্ডু’। ২০১০ ও ২০১১ সালে এই ছোট পাকা মেয়েটির জন্য শোয়ের টিআরপি বেড়ে গিয়েছিল কয়েক গুন। মিষ্টি গোলগাল এই খুদেকে শুধু মিঠুন চক্রবর্তীই না, ভালোবেসে ফেলেছিলেন বাঙালিরা।
দীপান্বিতাকে সকলে আজও ‘পান্তা ভাতের কুণ্ডু’ হিসাবেই বেশি চেনেন। সে যখন রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হয়ে এসেছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র ৪ বছর। এই বহরমপুরের বাচ্চা মেয়েটি আজ আর ছোট নেই, সময়ের সাথে সাথে অনেকেটাই বড় হয়ে গিয়েছে। নিজের একটি ইউটিউব চ্যানেলেও। ইউটিউব চ্যানেলের বিভিন্ন নাচের ভিডিও আপলোড করে। তাঁর ভিউসও অনেক। মাঝে ২০২১ সালে তার সঞ্চালনা করা শো এর আবার পুনঃসম্প্রচার করা হয়েছিল টিভির পর্দায়। এমনকি ২০২১ ডান্স বাংলা ডান্সে স্টেজে উঠে ‘পান্তাভাত’ গানের সঙ্গে আইকনিক স্টেপ করতে দেখা গিয়েছিল।
নিশ্চয়ই ভাবচ্ছেন হঠাৎ এই মেয়েটির আলোচনা হচ্ছে কেন? আসলে এই বছরে ‘ডান্স বাংলা ডান্স’-এ আবার ফিরতে চলেছে আপনাদের সকলের প্রিয় পান্তা ভাতের কুণ্ডুকে। আর সবচেয়ে বড় বিষয় হল মিঠুন চক্রবর্তী আর তাঁর প্রিয় দীপান্বিতা কুণ্ডুকে এক স্টেজে দেখা যাবে।