‘শট দেখে রীতিমতো সবাই হাততালি দিচ্ছিলেন…এই জুটি অটুট থাকবে’, নতুন নায়িকা শিরিনের প্রশংসায় পঞ্চমুখ কিঙ্কর ওরফে অভ্রজিৎ চক্রবর্তী

অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছে। দিতিপ্রিয়া সরতেই গল্পে নতুন নায়িকার জায়গা নিয়েছে। দিতিপ্রিয়ার জায়গায় এন্ট্রি নিয়েছে নবাগতা নায়িকা শিরিন পাল। যাদুবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীর সিরিয়ালে এই প্রথম কাজ।

ইতিমধ্যে আর্য আর নতুন অপর্ণার ঝলক প্রকাশ্যে এসেছে। প্রথম ঝলকেই মন জিতে নিয়েছেন এই নতুন নায়িকা। তিনদিন ধরে শুটিং করছে সে। আজ থেকে পর্দায় দেখা যাবে তাকে।

নতুন অপর্ণাকে নিয়ে কেমন কাজ হচ্ছে? এই প্রসঙ্গে আনন্দ বাজার অনলাইনের কাছে মুখ খোলেন পর্দার কিঙ্কর ওরফে অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী।

নতুন নায়িকার প্রশংসা শোনা গেল অভ্রজিতের গলায়। আনন্দবাজারকে পর্দার কিঙ্কর জানায়, “দুঃখ তো থাকবেই। দিতিপ্রিয়া আমাদের সবার প্রিয় ছিল। কিন্তু কারও জন্যই তো কিছু থেমে থাকে না। এক দিনই শুটিং করেছি। আমার তো মনে হয়েছে আর্য-অপর্ণার ম্যাজিক অটুট থাকবে। শট দেখে রীতিমতো সবাই হাততালি দিচ্ছিলেন। টেকনিশিয়ানরা আগে বুঝতে পারেন। আমাদের প্রজেক্টে যা ডামাডোল চলছিল, আশা করি এ বার কাটবে।”