‘প্রত্যেকে টাকা নিয়েছেন কিন্তু খুব সহজে বলে দিয়েছেন…’, চোখে জল অনামিকার! কি হল অভিনেত্রীর?

অনামিকা চক্রবর্তী

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অনামিকা চক্রবর্তী। একসময় হিয়া হয়ে পর্দায় রাজ করলেও আজ ইন্ডাস্ট্রিতে সেভাবে কাজ পান না তিনি। তবে নিজের ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে তিনি এখন ব্যস্ত।

ফেসবুকে নিয়মিত ব্লগ করেন তিনি। নিজের জীবনের খুঁটিনাটি শেয়ার করেন। খুব অল্প সময়ের জন্য এই প্লাটফর্মে সাফল্য পান অভিনেত্রী। তবে বেশ কিছুদিন তার ব্লগ না পেয়ে চিন্তিত ছিলেন তার অনুরাগীরা। অনেকেই তাকে প্রশ্ন করেছিলেন তিনি সুস্থ আছেন কিনা?

আর তাই এবার বহুদিন পর ফেসবুকে ভিডিও শেয়ার করে তিনি জানালেন ব্লগে না আসার কারণ। এমনকি এই ভিডিওতে কথা বলার সময় অনামিকার চোখ ছলছল ছিল। পাশাপাশি তিনি পশু চিকিৎসকদের উপর ক্ষোভ প্রকাশ করেন।

আসলে অনামিকা এতদিন ব্লগ না করার কারণ জানিয়ে বলেন তার আদরের পোষ্য বেলা খুব অসুস্থ ছিল। তাকে নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন।

অনামিকা আরও জানান, “বেলার ডায়রিয়া হয়েছিল, শরীর থেকে রক্ত বেরচ্ছিল। স্যালাইন পর্যন্ত চলেছে।” একদম ভেঙে পড়েন অভিনেত্রী।

পশু চিকিৎসকের উপর ক্ষোভ প্রকাশ করে জানান, ” অনেক পশু চিকিৎসকের কাছে গেলেও বেলার সঠিক চিকিৎসা হয়নি। অবশেষে একজন ‘দয়ালু’ চিকিৎসকের দরজায় কড়া নাড়লে তিনি বেলাকে সুস্থ করে তোলেন। প্রত্যেকে টাকা নিয়েছেন কিন্তু, খুব সহজে বলে দিয়েছেন এই আবহাওয়ায় ডায়রিয়া স্বাভাবিক। তবে একজন চিকিৎসক যিনি একমাত্র টাকার তোয়াক্কা না করে একটা প্রাণকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন।”