‘সবাই ভাবে আমরা অন্ধ বলে কিছু করতে পারি না’, ‘সারেগামাপা’র মঞ্চে এসে বললেন অহনা

সারেগামাপা

এদিন সারেগামাপার মঞ্চে উপস্থিত ছিলেন ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের ছাত্রী অহনা। অসম্ভব প্রতিভা নিয়ে গান করে মঞ্চ মাতালেন অহনা। অহনার গানে মুগ্ধ গোটা বিচারক মহল সহ সকল দর্শকবৃন্দ।

‘সারেগামা’র মত মঞ্চে গান গাইতে পেরে অহনা জানান, ‘আমি কখনো ভাবতেই পারিনি, জি বাংলার সারেগামাপার মতো বড় জায়গায় গাওয়ার সুযোগ পাব। আমার এখানে এসে নিজেকে খুব ভালো লাগছে। সবাই ভাবে আমরা অন্ধ বলে কিছু করতে পারি না। কিন্তু মনের চোখ দিয়ে নিজের মতো করে সমস্ত কিছু কল্পনা করতে পারি। এই যে এত বড় মঞ্চে আমি দাঁড়িয়ে। সেটাও আমি নিজের মতো করে কল্পনা করেছি, স্টেজটা এরকম দেখতে।’

অহনার গানে মুগ্ধ হয়ে বিচারক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলে ওঠেন, ‘তুমি বললে ইশ্বর তোমাকে ভিতরের চোখটা দিয়েছে, সেটা কিন্তু আমাদের নেই। একদিক থেকে ভালোই হয়েছে। এখন বাইরেটা খুব ময়লা আর ধূসর। না দেখাই ভালো।’ অন্যদিকে রাঘব চট্টোপাধ্যায় জানান, ‘দুর্গা ঠাকুরের কাছে প্রার্থনা করব, যে তোমাদের মতো বলিষ্ঠ কণ্ঠ-মানসিকতা যেন সব মেয়ের হয়। আমি বিশ্বাস করি, নো উওম্যান নো লাইফ। অহনাকে অনেক ভালোবাসা। তোমার অন্তর্দৃষ্টি যেন আরও বলিষ্ঠ হয়।’

জি বাংলার তরফে এদিনের এপিসোডের ভিডিও ক্লিপটি শেয়ার করা হলে, প্রশংসার ঝড় ওঠে নেটদুনিয়ায়। সেইসাথে বিচারকদের মন্তব্যও যেন মন ছুঁয়ে যায়।