‘সবাই বলেছিল এ ছেলের দ্বারা কিছু হবে না…’ কটাক্ষ নিয়ে মুখ খুললেন রাজা গোম্বামী

রাজা গোম্বামী

টলিপাড়া থেকে শুরু সোশ্যালমিডিয়া, দর্শকের চোখে অন্যতম জনপ্রিয় জুটি রাজা গোম্বামী ও মধুবনী গোস্বামী। প্রায়শই নিজের জীবনের খুঁটিনাটি নিয়ে ব্লগ শেয়ার করে থাকেন রাজা-মধুবনী। বেফাঁস মন্তব্যের জন্য আবার কোন সময় কটাক্ষের মুখেও পড়তে হয় তাদের।

সম্প্রতি রাজা তাদের জীবনের সাফল্যের গল্প ভাগ করে নিলেন সকলের সাথে। সেইসাথে জানালেন স্কুলের পরীক্ষার রেজাল্ট কখনই মানুষের ভবিষৎ বলতে পারে না।

এদিন মধুবনীর সঙ্গে একটি ছুবি পোস্ট করে রাজা লেখেন, ‘মাধ্যমিকের স্টার পাবার পর যখন উচ্চমাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম তখন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবাই বলেছিল ‘এ ছেলের আর কিছু হবে না’ গোল্লায় গিয়েছে। তবে আজকের তারিখে ইশ্বরের কৃপায়, মা বাবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় মধুবনী আর আমার কলকাতার বুকে ১টা নয়, ২ টো নয়, ৩টে নয় যাক গে কতগুলি সম্পত্তি আমাদের নাই বা বললাম।’

‘ওরা বুঝতে পারেননি স্কুলের পরীক্ষার রেজাল্ট আর জীবনের পরীক্ষার রেজাল্ট সব সময় নাও মিলতে পারে। এক আর এক দুই না হয়ে কখনও কখনও ১১ ও হয়। জীবনে কখনও কখনও লজিক নয় ম্যাজিক কাজ করে।পুনশ্চ: আমার মতো নিতান্ত সাধারণ যদি নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে পারে, তাহলে তোমরাও পারবে।’

রাজার এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনদের নানান মন্তব্য উঠে আসে কমেন্টে। তাদের মধ্যে কিছু ছিল নেগেটিভ, কিছুজন আবার অভিনেতা কে সমর্থনও করে। তাদের মধ্যে একজন নেটিজেন লেখেন, ‘কোন সুশিক্ষিত মানুষ এভাবে নিজের সম্পত্তির বড়াই করে না।’ অন্যজন লেখেন, ‘খুব সত্যি কথাগুলো। পরীক্ষায় সফল হলেই সে যে জীবনের পরীক্ষায় সফল হবে তার কোন মানে নেই।’

Previous articleরাজা-মধুবনী ফেসবুক থেকে মাসে কত আয় করেন জানেন? জানলে চমকে উঠবেন
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।