
বর্তমানে চর্চায় উঠে এসেছে অভিনেত্রী তিয়াসা লেপচা এবং অভিনেতা সোহেল দত্তের প্রেম কাহিনী। স্বামী ‘সুবান রায়’ এর সঙ্গে বিচ্ছেদের বহু বছর পর তিয়াসার জীবনে আসে নতুন প্রেম সোহেল।
জিম থেকেই শুরু হয় তিয়াসা আর সোহেলের প্রেম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিয়াসাকে নিয়ে সোহেল জানান, এখনি বিয়ে নিয়ে তাদের কোনও পরিকল্পনা নেই। এখন দুজনের ক্যারিয়ের প্রথম ধাপ, অনেক স্বপ্ন রয়েছে সেগুলো পূরণ করতে হবে।
তবে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তিয়াসার প্রাক্তনকে চর্চা হয়। নিন্দুকের দাবি তিয়াসা স্বামী সুবানের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে এসেছে কিন্তু জনপ্রিয়তা পাওয়ার পরেই সুবানকে ডিভোর্স দেন অভিনেত্রী।
তিয়াসার অতীত নিয়ে এক সাক্ষাৎকারে বর্তমান প্রেমিক সোহেল জানান, “হ্যাঁ, হয়তো তিয়াসা ওর হাত ধরেই এসেছিল, কিন্তু আজ সে নিজে নিজের কৃতিত্বে জায়গা করে নিয়েছে। সুবানের কোনও আলাদা পরিচয় নেই বললেই চলে, ইন্ডাস্ট্রিতে সবাই ‘তিয়াসার প্রাক্তন’ হিসেবেই চেনে।”
সুত্রঃ https://tollytales . com/entertainment/tollywood/sohail-dutta-opens-up-on-tiyasha-lepcha-and-ex-husband-suban-roys-divorce-45498