জি-বাংলার জনপ্রিয় একটি রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’। বহু বছর ধরে সাফল্যের সঙ্গে এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে আছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এই শো’য়ে খেলতে আসেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি মানুষেরাও। এছাড়াও মাঝেমধ্যেই জি-বাংলার ধারাবাহিকের কলাকুশলীদের উপস্থিত হতে দেখা যায়।
কিছুদিন আগেই ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিক থেকে খেলতে এসেছিলেন অপরাজিতা আঢ্য এবং অন্যান্য সদস্যরা। তবে জি-বাংলার ধারাবাহিকের সকল অভিনেতা-অভিনেত্রীরা সুযোগ পেলেও, ডাক পায় না ‘মিঠাই’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এই একটা আক্ষেপ রয়েই গেল ‘মিঠাই’ ভক্তদের।
তাদের মতে, টিআরপি তালিকার দীর্ঘদিন শীর্ষস্থান ছিল ‘মিঠাই’ ধারাবাহিকটি। এই ধারাবাহিক থেকে অনেক লাভ হয়েছে চ্যানেলের। কিন্তু সেই জনপ্রিয় ধারাবাহিকের নায়িকাকেই গুরুত্ব দিচ্ছেন না চ্যানেল কর্তৃপক্ষ। এমনকি ধারাবাহিকের বাকি সদস্যদের এই মঞ্চে আনা হলেও মিঠাই কে কেন আনা হয় না? প্রশ্ন তুলছেন অনুরাগীরা।