‘রোজ টেনশনে আছি’! বছরের শুরুতেই জগদ্ধাত্রী’র সাংভি ওরফে প্রেরণার জীবনে খারাপ খবর

অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য

অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য, বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। যিনি জগদ্ধাত্রী ধারাবাহিকে সাংভি চরিত্রে অভিনয় করে  জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে নতুন বছরের শুরুতেই খারাপ খবর ভাগ করে নিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে  প্রেরণা লেখেন, ‘টেনশনে দিন কাটছে’। কি হয়েছে অভিনেত্রীর? পুরো বিষয়টা মিনি ভ্লগের মাধ্যমে তুলে ধরছেন।

অভিনেত্রীর যে ফ্ল্যাটে থাকেন সেখানে কিছু সমস্যা হয়েছে আর জন্যই চিন্তিত ছোটপর্দায় সাংভি। অভিনেত্রী খেয়াল করেন তাদের ফ্ল্যাটের দেওয়ালে নোনা ধরে গিয়েছে আর সেখান থেকেই দেওয়ালেই তাঁদের সইচ বোর্ড, মিটার সব কিছু।

মেরামতের জন্য মিস্ত্রি আনলে পরে দেখা যায় তাদের উপরের ফ্ল্যাটে যারা থাকেন তাদের বাথরুমের জল ওই দেওয়াল দিয়ে লিক করে ঢুকছে প্রেরণার ফ্ল্যাটে। সেই জল মিটার বক্স থেকে সুইচ বোর্ড সব ক্ষতি করছে। এর থেকে শট সার্কিট হওয়ার সম্ভবনা রয়েছে। আর সেটা নিয়েই টেনশনে রয়েছেন প্রেরণা।