‘সকলে মনে করতেন কৃষ্ণকিশোর অনেক বড় সাংবাদিক, কিন্তু আমি সেটা মনে করি না’, সংবাদ পাঠ নিয়ে বিস্ফোরক ‘ইচ্ছে পুতুল’ খ্যাত ‘অনিন্দ্য’ ওরফে কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়

কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে মেঘের বাবা অনিন্দ্য চরিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। ছোটপর্দায় একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বলাই বাহুল্য, বাংলা চলচ্চিত্র জগতের একজন দক্ষ শিল্পী তিনি।

বর্তমানে অভিনেতা হিসাবে জনপ্রিয় হলেও একসময় খ্যাতি পেয়েছিলেন সংবাদ সঞ্চালক। সঞ্চালক হিসাবে দর্শকের কাছে প্রশংসা পেলেও নিজেকে একজন সঞ্চালক মনে করেন না অভিনেতা। কিন্তু কেন?

একসময় এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় জানিয়েছিলেন, “টিভির ওপারের দর্শক মনে করতেন কৃষ্ণকিশোর অনেক বড় সাংবাদিক, অনেক খবর জানেন এবং পরিবেশন করেন। কিন্তু আমি তা মনে করি না। কারণ যখন আমি সঞ্চালনা করতাম, সবটাই স্ক্রিপ্টেড ছিল। অন্য কেউ খবর লিখে দিত, সংগ্রহ করে দিত আর আমি কেবল অনর্গল বলে যেতাম। সেটা অন্যদের কৃতিত্ব। আমি শুধুমাত্র নিজেকে সংবাদপাঠ অনুষ্ঠানের মুখ বলে মনে করি।”

অভিনেতার মতে, খবর পড়াটা একটা অভিনয়। তখন আমি বুঝতে পারি আমি তো একজন অভিনেতা। তখন অভিনয় পেশাটাকেই বেছে নিই।”