‘চারিদিকে সবাই একটা করে দোকান খুলে বসেছেন’, ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক সায়ক চক্রবর্তী

সায়ক চক্রবর্তী

রানী রাসমণি, রামপ্রসাদ এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি তিনি একজন জনপ্রিয় ইউটিউবার। প্রতিদিন পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে ব্লগ বানান তিনি।

বলাই বাহুল্য, অভিনেতার চেয়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বেশি খ্যাতি লাভ করেছেন। তবে এবার ইন্ডাস্ট্রিকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সায়ক।

সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে সায়ক চক্রবর্তী জানিয়েছেন, টলিউডে হিরো বানিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে। চারিদিকে সবাই একটা করে এরকম দোকান খুলে বসেছে। ৩ হাজার টাকা দাও আমি তোমাকে হিরো বানিয়ে দেব। এসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোক ঠকানো হচ্ছে।”

অভিনেতা আরও জানান, ‘৩ হাজার টাকা দিতে হবে মানে? হ্যাঁ ওই টাকা নিলে কাজ দিচ্ছে কিন্তু জুনিয়র আর্টিস্টের। এবার সেটাকেই তাঁরা স্টার বলছে। কী বলব আর!’

তবে এরকম পরিস্থিতির শিকার হন তাদের জন্য বাঁচার উপায় জানিয়ে দেন সায়ক। অভিনেতা বলেন,’টাকা পয়সার ব্যাপার যদি এড়াতে চাও তাহলে আমি নিজে যেটা মানি সেটা করতে পারো। আমার তো এই ইন্ডাস্ট্রিতে কোনও ব্যাকবোন ছিল না। ইন্ডাস্ট্রির কোনও বাবা মাও ছিল না। তো সেখানে দাঁড়িয়ে আমি যেটা করেছি, সিরিয়ালের শেষে যে নাম দেখানো হয় সেখানে মেকার্সদের নাম দেখানো হয়। এখানেই থাকে কার্যনির্বাহী প্রযোজকদের। তাঁদের নামে দেখে ফেসবুকে সার্চ করে সেখানে নিজের প্রোফাইল ছবি পাঠাই। ওদের অ্যাপ্রোচ করলে ওদের সেটা মাথায় থাকে। ওরাও নতুন অভিনেতা চান। আর তোমার প্রোফাইল ভালো হলে, ছবি ভালো হলে নিশ্চয় ডাকবে। মেসেজ দেখবে। নেবে। এটাই সবথেকে সহজ উপায় চ্যানেলের যাচ্ছে পৌঁছানোর জন্য।’