সেরা বাবা! ধারাবাহিক শেষ হলেও প্রফেসর চন্দন সেন এবং অনিন্দ্য রায়ের মতো অসাধারণ চরিত্রগুলি কখনোই ভুলতে পারবেন না দর্শক

সেরা বাবা

বাংলা ধারাবাহিক আসে এবং যায়। একগুচ্ছ ধারাবাহিকের মধ্যে দর্শকের মনের মণিকোঠায় রয়ে যায় বেশ কিছু ধারাবাহিক। বিশেষ কিছু চরিত্রের জন্যই সেই ধারাবাহিকগুলি চাইলেও ভোলা যায় না। নির্মাতারা গল্পের চরিত্রগুলি তৈরি করে কিন্তু সেগুলো পর্দায় প্রাণ দেন অভিনেতা-অভিনেত্রীরা।

নির্মাতাদের তৈরি করা সেই চরিত্রগুলি প্রাণ দিতে গিয়েই কিছু কিছু চরিত্র দর্শকের মনে এমনভাবে গেঁথে যায় যে দর্শক সেই চরিত্রগুলো বাস্তব মনে করে থাকেন। বাংলা ধারাবাহিকে এমন দুটি চরিত্র রয়েছে যা দর্শক আজীবন হৃদয়ে বয়ে নিয়ে চলবে।

সেই দুই চরিত্রে গল্পের কোন নায়ক-নায়িকার নয়, বরং একজন আদর্শ বাবার। তাদের নিপুণ অভিনয় দক্ষতায় পর্দায় ফুটে ওঠে বাস্তব চেহারা। তেমনি দুই অনস্ক্রিন বাবা হলেন স্টার জলসার ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের মেঘলা এবং তিথির বাবা প্রফেসর চন্দন সেন এবং বর্তমান জি-বাংলার সম্প্রচারিত ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’-এ মেঘ এবং ময়ূরীর বাবা অনিন্দ্য রায়। ‘ইচ্ছে নদী’র অনুকরণে তৈরি করা হয়েছিল ‘ইচ্ছে পুতুল’। এই দুই ধারাবাহিকের নায়িকার বাবা যখনি পর্দায় এসেছে দর্শক কুর্নিশ জানিয়েছেন।

সেরা বাবা

এক মেয়ের সঠিক কাজে যেমন আদর্শ বাবার মতো সমর্থন করেছেন ঠিক তেমনি আরেক মেয়ের অন্যায়কে মোটেই প্রশ্রয় দেননি বরং নিজের হাতে কঠোর শাস্তি দিয়েছে। দুই মেয়েকে সঠিক শিক্ষা দিয়েছেন কিন্তু মেয়েরা যখন সেই শিক্ষার অপব্যবহার করেছেন তখন একজন আদর্শ বাবার মতো সঠিক পথ দেখিয়েছেন পর্দার এই প্রশংসিত দুই বাবা।

‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের প্রফেসর চন্দন সেনের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা চন্দন সেন। অন্যদিকে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের অনিন্দ্য রায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। দুজনই যে কত বড় মাপের অভিনেতা তা লিখে প্রকাশ করা সম্ভব নয়।

সেরা বাবা

‘ইচ্ছে নদী’র প্রফেসর চন্দন সেন এবং ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের অনিন্দ্য রায়ের মতো বাবা-দের বাংলা ধারাবাহিকের শ্রেষ্ঠ বাবা হিসাবে স্বীকৃত দিচ্ছেন বাংলার দর্শকেরা। দর্শকের মতে হয়তো ধারাবাহিক শেষ হলেও একজন বাবার ভূমিকায় এই দুই অভিনেতার অভিনয় চাইলেও ভোলা যাবে না।