ডান্স বাংলা ডান্সের মঞ্চে ফুটে উঠেছে একের পর এক প্রতিভা। যার মধ্যে অন্যতম হল ব্যারাকপুরের পূজা। কানে শুনতে না না পেয়েও গানের বিট একটাও না মিস করে দুর্দান্ত পারফরম্যান্স করছে পূজা। গ্র্যান্ড প্রিমিয়ারের প্রোমোতে মিলল তারই এক ঝলক।
সম্প্রতি জি-বাংলার তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা কাইফের হিট গান কালা চশমায় নাচ করছেন পূজা। নাচের তালের সঙ্গে ফাটাফাটি এক্সপ্রেশন দিয়ে দর্শক সহ বিচারকদের মন জয় করে নিয়েছে পূজা।
পূজার পারফরম্যান্স দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে,কানে শুনতে না পেয়েও এমন নিখুঁত পারফরমেন্স কী করে সম্ভব? পূজার পারফরম্যান্স দেখে এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, ‘ও না শুনতে পেয়েও কী করে করছে? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।’