জগদ্ধাত্রী বাংলার টপার হলেও আজও সেরার সেরা ‘মিঠাই’! ভারতীয় বাংলা ধারাবাহিকের মধ্যে সেরা’র খেতাব পেয়ে নতুন রেকর্ড গড়ল মিঠাই

মিঠাই

বর্তমানে বাংলার টপার ‘জগদ্ধাত্রী’ হলেও সর্ব ভারতীয় বাংলা ধারাবাহিকের অনুমানে এখনো সেরার সেরা রয়েছে মিঠাই ধারাবাহিক। প্রাইম টাইম থেকে বেরিয়ে গিয়েও সেরার জনপ্রিয়তা এখনো মিঠাইয়ের।

দেড় বছরের বেশি সময় ধরে জনপ্রিয়তা পেয়ে আসছে জি-বাংলার মিঠাই ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়। শুরু থেকেই দুজনের কেমেস্ট্রি টিভির পর্দায় ঝড় তুলেছিল। মিষ্টি-প্রাণবন্ত মেয়ে মিঠাই এবং মোদক পরিবারের গুরুগম্ভীর ছেলে সিদ্ধার্থের রসায়ন এপার বাংলা থেকে ওপার বাংলার মানুষদের মন কেড়ে নিয়েছিল।

ধারাবাহিকের সময় প্রায় ২ বছরের কাছাকাছি। পুরনো হলেও কদর কমেনি। দর্শকের একটি বড় অংশ এখনও মোদক পরিবারের হাসি-মজায় মেতে থাকেন।

অন্যান্য সিরিয়ালের সঙ্গে যদি তুলনা করা হয় মিঠাই ভিন্ন স্বাদের। যেখানে নেই কোনও কুটকাচালি-সাংসারিক ঝামেলা। মিঠাই ধারাবাহিকের খলচরিত্রেরও পজেটিভ দিক দেখতে পাওয়া যায়। কীভাবে একান্নবর্তী সংসার টিকিয়ে রাখা যায়, সেটাই হয়তো শেখাচ্ছে এই ধারাবাহিক। তাই তো একাধিক সেরার পুরস্কার রয়েছে মিঠাইয়ের থলেতে।

আবারও নতুন রেকর্ড গড়লো জি-বাংলার মিঠাই ধারাবাহিক। বাংলার টপার ‘জগদ্ধাত্রী’কে হারিয়ে  সর্বভারতীয় ভাবে সেরা হল ‘মিঠাই’ চরিত্র। আসলে অরম্যাক্স মিডিয়া তরফ থেকে বাংলা ভাষায় কোন কোন ভারতীয় ধারাবাহিকের চরিত্রগুলো সবচেয়ে জনপ্রিয় তার একটি তালিকা প্রকাশ পায় প্রত্যেক মাসে। এবারো প্রকাশ পেয়েছে সেই তালিকা।

সেই তালিকায় ভারতীয় বাংলা ধারাবাহিকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় চরিত্রের খেতাব পেল ‘মিঠাই’। সম্ভবত ১৯ বারের বেশি এই খেতাব জয় করল। বলাই বাহুল্য, এই খবর পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মিঠাইয়ের অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Ormax Media (@ormaxmedia)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here