‘নায়িকা হয়েও পার্টি করি না, বন্ধুবান্ধব নেই…’, বললেন পর্ণা ওরফে পল্লবী শর্মা

 পল্লবী শর্মা

‘কে আপন কে পর’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা। ধারাবাহিকে তিনি ‘জবা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন। ধারাবাহিকটি সেই সময় টিভির পর্দায় ব্যাপক হিট ছিল। ৩ বছরের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে সম্প্রচারিত হয়েছে।

এরপর বিরতি নিয়ে ফিরে আসেন জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের হাত ধরে। সেখানেও ছক্কা মারে পল্লবী। জবা খোলস ছেড়ে তিনি আমজনতার ঘরে হয়ে ওঠেন পর্ণা।

তবে এত জনপ্রিয়তা পেলেও সেলিব্রেটিদের মতো জীবনযাপন করতে একেবারেই পছন্দ করেন না। খুব সাধারণ ভাবে জীবন কাটাতেন পল্লবী। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক শুরু আগে একবার দিদি নং ১’ এসেছিলেন ছোটপর্দার জবা ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা।  এদিন মঞ্চে দাঁড়িয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে নিজের জীবনের কিছু কথা শেয়ার করলেন।

এদিন অভিনেত্রী জানান, শৈশবে তিনি বাবা-মাকে হারিয়েছেন। তারপর থেকে পিসির সাথে থাকতেন কিন্তু দু-বছর আগে পিসি মারা যান। তাঁর পর থেকে একাই ফ্ল্যাটে থাকেন অভিনেত্রী। একা থাকার অভ্যাস হয়ে গিয়েছে। জীবনে কেউ নেই তাঁর। যদি কাউকে কখনো পান, তাকেই বিয়ে করে নেবেন পল্লবী।

পল্লবী আর জানান, নায়িকা হলেও তিনি পার্টি করেন না, বন্ধুবান্ধব নেই, খুবই বোরিং তিনি। স্কুলজীবনে থেকে মাত্র দুটো বন্ধুই রয়েছে। তাই তাঁর জীবনে কাউকে খুঁজে পাওয়া মুশকিল।