‘আমাদের যদি কিছু হয়েও থাকে বাইরের কাউকে কৈফিয়ত দিতে রাজী নই’, উদয়ের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বললেন স্ত্রী অনামিকা

অনামিকা

টেলি পাড়ার আজকাল বিয়ে টেকে না, এই কথা অস্বীকার করার উপায় নেই। সম্পর্কগুলো যেন দিনের পর দিন ঠুনকো হয়ে পড়ছে। তবে বাস্তবের প্রিয় জুটি যদি ভেঙে যায় মন খারাপ থাকে তাদের ভক্তদের। আর এই মুহূর্তে এমনি এক মিষ্টি জুটিকে নিয়ে চলেছে চর্চা।

অনামিকা চক্রবর্তী আর উদয় প্রতাপ সিংহ টেলি পাড়ার মিষ্টি দম্পতি হিসাবে পরিচিত। বহুদিন হল অনামিকাকে এখন আগ উদয়ের সাথে ব্লগিং করতে দেখা যায় না, শুধু তাই নয় নিজের সোশ্যাল একাউন্ট থেকে স্বামী উদয়ের সঙ্গে তোলা ছবি এবং বিয়ে সব ছবি মুছে ফেলেন। আর তারপরেই দুইয়ে চার করেছেন অনেকে।

শোনা যাচ্ছে, উদয় আর অনামিকার সম্পর্কে নাকি ফাটল ধরেছে। যদি গতকাল অভিনেত্রী একটি পোস্টের মধ্যে দিয়ে তার দর্শকদের গুঞ্জনে কান না দেওয়ার কথাই বলেছে।

সম্প্রতি আনন্দ বাজার অনলাইনের কাছে এবার উদয়ের সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অনামিকা আর উদয়। এই সংবাদমাধ্যমের কাছে উদয় জানান,  “সমাজে যাঁরা একটু পরিচিত মুখ তাঁদের কম-বেশি অনেক কিছুরই সম্মুখীন হতে হয়। আমাদের বিচ্ছেদ হচ্ছে না। আর এই আলোচনা বিন্দুমাত্র আমাদের উপর প্রভাব ফেলে না।

অনামিকা চক্রবর্তী বলেন, “সমাজমাধ্যমের পাতাটা আমার কাজের জায়গা। সেখানে ব্যক্তিগত জীবনকে তুলে ধরার কোনও বাসনা নেই আমার। আর যদি কিছু হয়েও থাকে বাইরের কাউকে জবাব বা কৈফিয়ত দিতে রাজি নই আমি। একান্তই আমার ব্যক্তিগত বিষয়। মানুষ যা পারছে তাই লিখে দেয় আজকাল। কাউকে কোনও জবাব আমি দেব না।”

Previous article১০০ টি বেস্ট মোটিভেশনাল উক্তি ও স্ট্যাটাস
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।