“সমাজ ভুল বুঝলেও পুরুষ মানেই নষ্ট নয়…”, সিরিয়াল থেকে বেরিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বার্তা জিতুর

জিতু কমল 

অবশেষে জিতু-দিতিপ্রিয়ার বিবাদের পরিণতি। সোমবার জিতুর মুখোমুখি হয়েছিলেন দিতিপ্রিয়া। হাজির ছিলেন প্রযোজনা সংস্থার কর্ণধাররাও। কিন্তু মিটিংয়ে জিতু সেইভাবে কথা বলতে চাননি বলে ক্ষুব্ধ হয়েছেন প্রযোজনা সংস্থার কর্ণধাররা। যদিও দিতিপ্রিয়া শেষ অব্দি ছিলেন।

ইতিমধ্যেই জিতুর পরিবর্তে অন্য নায়কের খোঁজ শুরু হয়ে গিয়েছে। তবে জিতুর পরিবর্তে কোন নায়ককে নেওয়া হবে তা এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে সিরিয়াল থেকে বেরিয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আবার নতুন পোস্ট সামনে এল জিতুর।

পোস্টে লেখা, ‘কান্না পেলে সেও কাঁদে, ব্যথায় তারও কষ্ট হয়। সমাজ যতই বুঝুক না ভুল পুরুষ মানেই নষ্ট নয়।’ লেখাটির ক্যাপশনে ‘হ্যাপি ইন্টারন্যাশনাল হিউমানস ডে’ লিখেছেন জিতু।

‘পুরুষ মানেই নষ্ট নয়’, এই কথা দিয়েই অভিনেতা বঝাতে চাইছেন তার প্রতি আনা অভিযোগ গুলো সবটাই ভিত্তিহীন।

নিজের সঙ্গে হওয়া সমস্ত ভুলের প্রতিবাদ করছেন তা জিতুর পোস্টে বেশ স্পষ্ট। তাদের মাঝে তৈরি হওয়া সমস্যার পরিণতি যে এমন হবে তা হয়তো নিজেও বুঝতে পারেননি জিতু।