‘আমি ভুল করলেও, কৌশিকী কখনও ভুল সিদ্ধান্ত নেবে না’, বললেন রুপসা

রুপসা

প্রায় সাড়ে তিন বছর ধরে পর্দায় সাফল্যে ধরে রেখেছে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। একসময় বাংলা টপার হত এই মেগা। যদিও ধারাবাহিক লিপ নিয়ে আবারো সেই ফর্মে ফিরে এসেছে জগদ্ধাত্রী ধারাবাহিক।

ধারাবাহিকের নায়ক-নায়িকার পাশাপাশি আরও একটি চরিত্র দর্শকের খুব প্রিয় ছিল। সেটি হল কৌশিকী। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুপসা চক্রবর্তী। যে সবসময় বিপদে পরিবারকে রক্ষা করে এসেছে। তবে কৌশিকী র কান্ড কারখানা এই মুহূর্তে দর্শকের একেবারেই পছন্দ নয়।

কৌশিকীর বিরুদ্ধে নানা মন্তব্য শোনা যাচ্ছে। কারো মতে কৌশিকীকে আগেই ভালো লাগত এখন আর ভালো লাগে না। রুপসাকে নিয়ে হতাশ বাংলা ধারাবাহিকের দর্শক। কি বলছেন অভিনেত্রী?

আনন্দ বাজার অনলাইনের সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘দর্শক যে আমাদের গল্পের মধ্যে এ ভাবে ঢুকে গিয়েছে এটা ভেবে ভাল লাগছে। কিন্তু সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ, আমার মনে হয় রূপসা ভুল সিদ্ধান্ত নিলেও কৌশিকী কখনও ভুল সিদ্ধান্ত নেবে না।’