বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পায়েল দে। যিনি ‘বেহুলা’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় জনপ্রিয়তা পেয়েছেন। নিজের নিপুন অভিনয় দক্ষতায় এই ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা দখল করে নিয়েছেন। ইনি এমন একজন শিল্পী যাকে নিয়ে কোনও সমালোচনা আজ পর্যন্ত শোনা যায়নি।
কর্মজীবনের পাশাপাশি নিজের গুছিয়ে সংসার করছেন স্বামী আর সন্তানকে নিয়ে। প্রায়শই শোনা যায়, এই ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভিত খুব কাঁচা। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মনোমালিন্য শুরু তার জেরে ডিভোর্স। আর ডিভোর্স হওয়ার পর একে অপরকে কাঁদা ছোঁড়াছুড়ি। এযুগে দাঁড়িয়ে ব্যতিক্রম পায়েল। সম্পর্কের উপর অটুট বিশ্বাস তার।
স্বামী দ্বৈপায়ন দাস অভিনেত্রীর বন্ধুর মতো। শুটিংয়ের চাপ, মানসিক চাপ সব কিছুই নাকি দুজন দুজনের সাথে ভাগ করে নেন।
আজকাল বিনোদন জগৎ বিবাহ-বিচ্ছেদ খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় খুললেই বিনোদন দুনিয়ায় কারো না কারো বিচ্ছেদের খবর সামনে আসে। এদিক থেকে পায়েল-দ্বৈপায়নের সম্পর্ক একেবারেই ব্যতিক্রম।
তবে কিছুদিন আগে অভিনেত্রীর করা একটি মন্তব্য ঘিরে বেশ হৈ চৈ হয়। এক সাক্ষাৎকারে পায়েল সম্পর্ক নিয়ে জানিয়েছিলেন, “আমাদের সম্পর্কটা টিকে আছে শুধুমাত্র আমরা খুব ভালো বন্ধু বলে। আজ যদি আমরা দুজন আলাদা হয়ে যাই তাও এক অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করব না। উল্টে আমার দুটো মানুষ সারাজীবন বন্ধু হিসেবেই থাকবো। কে কাকে অতীতে কতটা আঘাত দিয়েছিল, সেইসব মেয়ের রেষারেষি থাকবে না। আমি মনে করি, আজকের এই অশান্ত পরিস্থিতিতে সম্পর্কে বন্ধুত্বটা খুবই জরুরী।”
পায়েলের এই মন্তব্য ঘিরে অনেকের মন্তব্য করেন, সরাসরি না বললেও ভবিষ্যতে ডিভোর্সের ইঙ্গিত দিলেন। অনেকের মতে এবার হয়তো পায়েলের দাম্পত্যে ফাটল ধরেছে। যদিও যদিও সম্পর্কের বন্ডিং বোঝাতে এই প্রসঙ্গ তুলেছিলেন অভিনেত্রী।
সুত্রঃ tolly gossip