৯১ বছর বয়সেও ‘তওবা তওবা’ গানে দুর্দান্ত নেচে মঞ্চ মাতালেন আশা ভোঁসলে

আশা ভোঁসলে

বয়স ৭০ এর কাছাকছি ছুঁলেই মানুষ কর্মক্ষমতা আর মনের জোর হারিয়ে ফেলে। আর সেখানে ৯১ বছর বয়সে গানের পাশাপাশি নেচে মঞ্চ মাতালেন গায়িকা। তিনি আবার প্রমাণ করে দিলেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা।

দুবাইয়ের একটি  কনসার্টের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এদিন শিল্পী আশা ভোঁসলেকে দেখা যায় অনুষ্ঠানে পারফর্ম করতে। ভিকি কৌশলের ব্যাড নিউজ ছবির হিট গান তওবা তওবা গানটি গাওয়ার সাথে সাথে হুকস্টেপও করারও চেষ্টা করছেন। গায়িকার নাচ দেখে অবাক নেটপাড়া।

এই বয়সে এসে তিনি যে এত সুন্দর নাচেন তা দেখে রীতিমতো প্রশংসা জুড়ে দিয়েছেন সকলে। এতদিন আশা ভোঁসলেকে ‘গানের রানী’ হিসাবে চিনত নেটিজেনরা। এখন সকলে তাকে নাচের রানী হিসাবেও আখ্যা দিচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Anushka Arora (@anushka_arora)