৪৬ বছর বয়সেও হিন্দি গানে জমিয়ে নাচ অপরাজিতা আঢ্যের, প্রশংসা জানালেন নেটিজেন

অপরাজিতা আঢ্য

টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তার নামটাই তার ব্যক্তিত্বের পরিচয়। পর্দায় অপরাজিতা মানে সিনেমা হোক বা সিরিয়াল অন্য মাত্রা এনে দেয়। তার অভিনয়ের প্রশংসা মুখে বলেও হয়তো বোঝানো সম্ভব নয়। শুধু অভিনয় নয় নাচেও পারদর্শী এই অভিনেত্রী।

অপরাজিতার বয়স প্রায় ৪৬ ছুঁইছুঁই। আর এই বয়সেও এসেও হিন্দি গানে ঠুমকা লাগালেন অভিনেত্রী। বুঝিয়ে দিলেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা।

নিজের স্কুলে সরস্বতী পুজোয় বাগদেবীর আরাধনা করেছিলেন তিনি। স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গেই বলিউডের হিন্দি জনপ্রিয় ‘আজ কি রাত’ গানে ঠুমকা লাগালেন অপরাজিতা। তার উদ্দাম নাচ দেখে কেউ ট্রোলড করছেন আবার কেউ প্রশংসা জানিয়েছেন অভিনেত্রীর নাচের।