“আমি সত্যিই জানতাম না ও অসুস্থ…”, বিচ্ছেদের পরেও জিতুর অসুস্থতায় মুখ খুললেন প্রাক্তন স্ত্রী নবনীতা

জিতু-নবনীতা

বছর দুই হতে চলল সম্পর্ক ভেঙেছে জিতু-নবনীতার। তবুও জিতুর অসুস্থতার কথা শুনেই খানিক চমকে উঠলেন নবনীতা বিবাহবিচ্ছেদের পরেও নবনীতা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন জীতুর সঙ্গে কাটানো মুহূর্ত। এমনকি জন্মদিনে প্রাক্তনকে শুভেচ্ছাবার্তা দিতে ভোলেন না নবনীতা। এই পরিস্থিতিতে জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস কী বললেন?

এই সময় অনলাইন কে নবনীতা বললেন, ‘আমি গতকাল অনেক রাতে ফিরেছি। সত্যি বলতে পনেরো থেকে কুড়ি মিনিট আগে খবর পেলাম। ও অসুস্থ খবর পেয়ে খুবই খারাপ লাগছে।’

নবনীতা আরও বলেন, ‘সত্যি বলতে আমি জানি না এখনও কোথায় ভর্তি আছে, কী অবস্থায় আছে। আমি কোনও দিন ওকে সে ভাবে অসুস্থ হতে দেখিনি। বা কোনও শরীর খারাপের কথাও শুনিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়তেও দেখিনি। আমি জানি ওর হাঁপানির সমস্যা আছে। সেই জন্য হয়তো জ্বর এসেছে বা এলার্জি থেকেও অসুস্থ হতে পারে।’

জিতুর চিন্তায় তার সুস্থ কামনায় নবনীতা বলেন, ‘যে কোনও কাছের মানুষ অসুস্থ হলেই চাই সুস্থ হয়ে উঠুক। জিতুর ক্ষেত্রে তো অবশ্যই সেটা চাইব। ও বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে ভাবতেই পারি না। সেই জন্য চাইব ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর কাজে ফিরুক।’

জিতুর অসুস্থতার কথা জেনেও কি তাকে হাসপাতালে দেখতে যাবেন না নবনীতা? এই প্রসঙ্গে বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে নবনীতা বলেন, “আমার ইচ্ছে করছে জিতুকে দেখতে যেতে। তবে ওর পরিবার ও ঘনিষ্ঠরা এখন নিশ্চয়ই ওর পাশে আছেন। সেখানে আমার উপস্থিতি কতটা মানানসই হবে, সেটা নিয়েও ভাবছি। শুধুমাত্র উপস্থিতি জানানোর জন্য আমি যাব না। যদি যাই, একজন অসুস্থ মানুষকে দেখার জন্যই যাব। তবে আমার মনে হয়, এই মুহূর্তে ওর আমার কোনও সাহায্যের প্রয়োজন হবে না।”

“ওর পরিবারের কারও সঙ্গে এখনও কথা হয়নি। তবে একবার ফোন করে কেমন আছে সেটা জানব। আমাদের এখন আর রোজ কথা হয় না, কিন্তু সৌজন্যবোধটা এখনও আছে। জিতুর অসুস্থতার খবর শুনে খারাপ লেগেছে। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।”

প্রসঙ্গত, ‘এরাও মানুষ’ ছবির শুটিং চলাকালীন আচমকা বুকে ব্যাথা ও জ্বরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জিতু। চেস্ট ইনফেকশন হয়েছে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকরা।