জি-বাংলার পর্দায় আসছে আরও একবার ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিক । আগামী সোমবার ১৭ মার্চ থেকে প্রতিদিন দুপুর সাড়ে ১২ টায় জি-বাংলার পর্দায় আসছে ‘এসো মা লক্ষ্মী’।
যদিও ধারাবাহিকটি নতুন নয়, ধারাবাহিকের পুনঃপ্রচার হবে পর্দায়। এর আগেও জি-বাংলার পর্দায় সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক। পর্দায় ২৩ নভেম্বর ২০১৫ তে শুরু হয় এবং ৩০ অক্টোবর ২০১৬ পর্যন্ত প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক।
ধারাবাহিকে দেবী লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রত্যুষা পাল ও পরবর্তীতে অভিনয় করেন অভিনেত্রী রূপশা মুখোপাধ্যায়। ভগবান বিষ্ণুর চরিত্রে ছিলেন পৃথ্বীরাজ ব্যানার্জি। দেবী সরস্বতীর চরিত্রে ছিলেন শ্রেয়সী সামন্ত। দেবী অলক্ষ্মীর চরিত্রে অভিনয় করেন জয়িতা গোস্বামী।
View this post on Instagram