সুখবর! ঘরে আসছে নতুন অতিথি, বাবা হতে চলেছেন বিনোদন জগতের এই জনপ্রিয় অভিনেতা

রাজকুমার রাও

১১ বছরের প্রেম তারপর বিয়ে! ২০২১ সালের ১৫ নভেম্বর সাত পাকে বাধা পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখা। বন্ধুত্ব, প্রেম, বিয়ের দীর্ঘ সফরের পর এবার তারা পা রাখতে চলেছেন নতুন এক অধ্যায়ে।

আনুষ্ঠানিকভাবে রাজকুমার ও পত্রলেখা ঘোষনা করলেন তাদের পরিবারে আসছে নতুন অতিথি। বাবা-মা হতে চলেছেন রাজকুমার- পত্রলেখা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন রাজকুমার। যেখানে দেখা যাচ্ছে, একটি ছোট্ট বেবিকটের ছবি তার অপরে লেখা ‘বেবি অন দ্যা ওয়ে’ (সন্তান আসছে)।

রাজকুমার রাও

সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হতেই শুভেচ্ছাবার্তায় ভরে গেছে অভিনেতার কমেন্ট বক্স। আগত সন্তানের খুশিতে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একঝাঁক তারকা।