মিঠাইয়ে পার্ট শেষ! ‘আলোর ঠিকানা’ নিয়ে টিভির পর্দায় আসছে জন-দেবাদৃতা

জন-দেবাদৃতা

মিঠাইয়ে ওমি আগরওয়ালের মৃত্যু। ওমি আগরওয়ালের পর আবার নতুন অবতারে পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা জন ভট্টাচার্য। সঙ্গে টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু। তবে এবার জন ভট্টাচার্যকে ভিলেন নয় বরং নায়কের চরিত্রে দেখা যাবে।

‘রিমলি’ ধারাবাহিকের পর দর্শক জনকে আবার মুখ্য চরিত্রে দেখতে চাইছিলেন। দর্শকের অনুরোধে মুখ্য চরিত্রে ফিরে এলেও সেটা প্রথম সারির চ্যানেলে নয় বরং সান বাংলায় নায়ক এবার জন। অন্যদিকে প্রথম সারির চ্যানেলের নায়িকা দেবাদৃতা বসুও এবার চলে যাচ্ছে সান বাংলা চ্যানেলে।

‘জয়ী’, ‘আলো ছায়া’, ‘মীরা’ ধারাবাহিকে অভিনয় করে ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন দেবাদৃতা। তাঁর অভিনয়ে দর্শক বরাবর মুগ্ধ। বেশকিছুদিন ধরেই তাঁর ফেরার খবর শোনা যাচ্ছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল।

সান বাংলা চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে নতুন ধারাবাহিকের প্রোমো। ধারাবাহিকের নাম ‘আলোর ঠিকানা’। এই ধারাবাহিকেই জুটি বাঁধছেন এই দুজন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here