টানা দু’বছরের পথচলা শেষ হতে চলেছে। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’ বিদায় নিচ্ছে পর্দা থেকে। সূত্রের খবর ২৭ অক্টোবর শেষ হয়েছে ধারাবাহিকের শেষ পর্বের শুটিং। ৭ নভেম্বরে শেষ সম্প্রচার। ধারাবাহিক শেষে মন খারাপ ‘সোহাগ’ ওরফে গল্পের নায়িকা অন্বেষা চক্রবর্তীর।
বড় পর্দার পর ধারাবাহিকে প্লাস সাইজ় মেয়ের সুখ-দুঃখে মোড়া জীবনের গল্প নিয়েই তৈরি হয়েছিল ধারাবাহিকটি। এমনকি বাস্তবেও অভিনেত্রী নিজেও ২০১৯-এ মিস প্লাস সাইজ় ইন্ডিয়া জয়ী। ধারাবাহিক শেষের খবরে আনন্দবাজার অনলাইন কে অন্বেষা জানান, ‘প্রথম কাজ তো। তাই প্রথম প্রথম ধারাবাহিকের শেষ হয়ে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছিল। তবে ইতিবাচক বার্তা দিয়ে আমাদের পথচলা থামছে। এটাই আমার কাছে বড় পাওনা।’
নায়িকার গলায় যেন বিশাদের সুর। অভিনেত্রীর কথায়, আচমকাই যেন শেষ হয়ে গেল পথচলা। আর কিছুটা পথ হয়ত বাকি থাকলে ভালো হত। ২০২২-এর নভেম্বরেই শুরু হয়েছিল ‘সোহাগ চাঁদ’এর গল্প। ইতিমধ্যেই ৭০০ পর্ব অতিক্রম করে ফেলেছে এই ধারাবাহিক।
তবে গল্পের শেষটা অভিনেত্রীর কাছে জানতে চাওয়ায়, অন্বেষা বলেন, ‘ধারাবাহিকের সমস্ত খল চরিত্র ভাল হয়ে যাবে। ফিরে আসবে দুর্জয়। সোহাগ আর চাঁদও সমস্ত দূরত্ব মুছে আবার বিয়ে করবে। শেষের আগে নতুন করে প্রেমের জোয়ারে ভাসব।’