অনেকেই ভেবে থাকেন অভিনয় জগত মানেই খারাপ কাজ। সত্যি কি তাই? এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রী প্রযোজক এনা সাহাকে। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে নিজের মনের কথা খুলে বললেন অভিনেত্রী।
খুব ছোটবেলা থেকে অভিনয় জগতে এনা। নবম শ্রেণিতে প্রথম বড় পর্দায় কাজের সুযোগ পান। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। এই মুহূর্তে অভিনেত্রীর পাশাপাশি ছবির প্রযোজক সে। তবে এই পেশার জন্য অনেক কটাক্ষ সহ্য করতে হয় তাকে। ‘দিদি নম্বর ১’- সেটে এসে অভিনেত্রী আক্ষেপের সঙ্গে জানায়, “খুব শৈশব থেকে অভিনয় জগতে আমি। এটা আমার পেশা। কিন্তু অভিভাবকেরা বুঝতেন না সেটা। ভাবতেন খারাপ কাজ করি। তাই তাঁদের মেয়েদের মিশতে দিত না আমার সঙ্গে। এর জন্য স্কুলে বন্ধুও ছিল না”।
এনার মা বনানী সাহা জানান, “ছোটবেলা থেকে মেয়ে নাচের অনুষ্ঠান করে। সেখান থেকেই ইন্ডাস্ট্রির নজরে আসে। প্রযোজকেরা আমার সাথে যোগাযোগ করতেন এনাকে অভিনয় করানোর জন্য”।